নিজস্ব প্রতিবেদক : স্টেশন রোডের হোটেল গেটওয়েতে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ আগস্ট) বিকাল ৪ টার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
গ্রেপ্তাররা হলেন : মো. সোহেল, মো. মিজান, রোকন উদ্দিন, লিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
তিনি জানান, আমি গত জুলাই মাসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল গেটওয়েসহ ১৮টি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। এই বিষয়ে সংবাদ প্রকাশের পর হোটেল গেটওয়ে এমন কাজে জড়িত নয় দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিকার চায়। তার দুই সপ্তাহের মাথায় এই হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।