ঘোষণা ডেস্ক : গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের হাতে সময় আছে আর এক থেকে দেড় মাস। এক থেকে দেড় মাসের আন্দোলনে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশটা আমাদের থাকবে। দেশের পতাকা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে। আমরা বেঁচে থাকবো। না হলে বিরোধী দলের নেতাকর্মীদের মরদেহ নদীতে জোয়ারের পানির সঙ্গে ভাসবে।’
রোববার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে বাসায় ফেরা ও চিকিৎসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমার ওপর হামলা করা হয়েছিল’।
তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা বলপ্রয়োগ করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো-আপনারা রাজপথে নেমে আসুন। আন্দোলন গড়ে তুলুন। না হলে কারো রেহাই নেই।’