শিরোনাম
Home / রাজনীতি / গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে বিরোধীদের মরদেহ জোয়ারে ভাসবে- নূর

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে বিরোধীদের মরদেহ জোয়ারে ভাসবে- নূর

ঘোষণা ডেস্ক : গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের হাতে সময় আছে আর এক থেকে দেড় মাস। এক থেকে দেড় মাসের আন্দোলনে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশটা আমাদের থাকবে। দেশের পতাকা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে। আমরা বেঁচে থাকবো। না হলে বিরোধী দলের নেতাকর্মীদের মরদেহ নদীতে জোয়ারের পানির সঙ্গে ভাসবে।’

রোববার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে বাসায় ফেরা ও চিকিৎসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমার ওপর হামলা করা হয়েছিল’।

তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা বলপ্রয়োগ করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো-আপনারা রাজপথে নেমে আসুন। আন্দোলন গড়ে তুলুন। না হলে কারো রেহাই নেই।’

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

ঘোষণা ডেস্ক :কোটাবিরোধী আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *