শিরোনাম
Home / চট্টগ্রাম / ৮ম বারের মতো চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ

৮ম বারের মতো চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : আবারো চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম ফজলুল্লাহ। বৃহস্পতিবার (৩ আগষ্ট) পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে ৮ বারের মতো তিনি চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন।

এর আগে, ১৪ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করছেন ৮১ বছর বয়সী এ কে এম ফজলুল্লাহ। চলতি বছর অক্টোবরে তার ৭ বারের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস আগেই তিনি এ নিয়োগ পেলেন।

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক এ কে এম ফজলুল্লাহকে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে পুন:র্নিয়োগ করা হলো। ১লা নভেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

পুনর্নিয়োগ প্রসঙ্গে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘আমার অভিজ্ঞতা ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে সরকার আমাকে পুনর্নিয়োগ দিয়েছে। সরকার মনে করেছে, আমাকে দায়িত্ব দিলে প্রকল্পের কাজগুলো ঠিকভাবে শেষ হবে।’

১৯৪২ সালে জন্ম নেওয়া এ কে এম ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ২০০০ সালে অবসর নেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান তিনি। এরপর তিনি আরও এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হয়। ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয়। তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। তখন থেকে এমডি পদে দায়িত্ব পালন করছেন তিনি। চট্টগ্রামে পানি সংকট নিরসন করতে না পারাসহ নানা কারণে ৮১ বছর বয়সী ফজলুল্লাহ আলোচনা সমালোচনা রয়েছেন।

Check Also

হাটহাজারীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *