শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের চাক্তাইয়ে আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ, দুটি গোডাউন সিলগালা

চট্টগ্রামের চাক্তাইয়ে আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ, দুটি গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ব্যবসায়ী এলাকা চাকতাইয়ে অভিযান চালিয়ে আড়াই টন অবৈধ পলিথিন জব্দ ও দুটি গোডাউন সিলগালা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ক্ষতিকর পলিথিন বিরোধী এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রুবাইয়েত সৌরভ ও পরিদর্শক মনির হোসেন অভিযানে অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাকতাই এলাকায় অভিযান চালাতে গেলে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। এসময় দুটি গোডাউনের তালা ভেঙে প্রায় ২৫০০ কেজি পলিথিন জব্দ করে বিনষ্টের জন্য পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। গোডাউনগুলো সিলগালা করে দেওয়া হয়।

Check Also

এই সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস বন্ধ করেনি- প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা …