শিরোনাম
Home / জাতীয় / দেশে বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল বিক্রি

দেশে বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল বিক্রি

ঘোষণা ডেস্ক : মঙ্গলবার (১আগস্ট) থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ। গেল বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় খোলা তেল বিক্রি বন্ধের এই সিদ্ধান্ত নেয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকবে।

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে সারাদেশে একযোগে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবে। অভিযানে সহযোগিতা করবে জাতীয় হার্ট ফাউন্ডেশন।

গত ২৬ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘আইন অনুসারে ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামব।’

ওইদিন তিনি জানিয়েছিলেন, গত জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়।

সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগস্টের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়।

প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে বলে জানান শফিকুজ্জামান।

Check Also

৬ খালেদা জিয়া শারীরিক-মানসিকভাবে সুস্থ : ডা. জাহিদ

 ঘোষণা ডেস্ক : লন্ডনে চিকিৎসার পর শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। …