ঘোষণা ডেস্ক : বিএনপি একটি অগ্নিসন্ত্রাসী দল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের (বিএনপি) চরিত্রের কথা তো দেশের মানুষ জানে। তারা যে অগ্নিসন্ত্রাসী সেটা গতকালও দেশের মানুষ দেখল।’ রবিবার (৩০ জুলাই) সকালে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি গতকালকেও আগুন সন্ত্রাস করছে তা তো দেখেছেন। কতগুলো বাস পুড়িয়েছে। এর আগে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি।
গতকালকেও তাদের ভয়ংকর অগ্নিসন্ত্রাসী রূপ আবার দেখল। বাংলাদেশে যেন বিএনপি আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষতি করতে না পারে, সেজন্য সবার কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন, সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এগুলো থেকে যেন বিরত থাকে মানুষ সেজন্য খুতবার মাধ্যমে সচেতন করতে হবে।
শেখ হাসিনা বলেন, সমাজে বাল্যবিবাহ রোধ করতে মানুষকে সচেতন করতে হবে। শিক্ষার প্রতি সবাইকে ধাবিত করতে হবে। জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছেলে-মেয়ে যেন সম্পৃক্ত না হয় এজন্য সতর্ক থাকতে হবে।
বর্তমান সরকারের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ইসলামের নামে জঙ্গিবাদী কার্যক্রম করে ইসলামের সুনাম নষ্ট করছে মুষ্টিমেয় কিছু মানুষ। এজন্য আমাদের পবিত্র ধর্ম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা যেন না হয়। জঙ্গিবাদ সন্ত্রাস আমাদের জিরো টলারেন্স, কোনোভাবে আমরা তা সহ্য করব না। এই পথে বাংলাদেশ এগিয়ে যাবে না।’