শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ: আটক ১২

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ: আটক ১২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।

জানা যায়, শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আহলাদ জামিল বলেন, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে আমাদের এসি স্যারের মাথা ফেটে গেছে এবং উনার দেহরক্ষী (কনস্টেবল) আহত হয়েছেন।

Check Also

নির্বাচনে আসেন কার কত দৌঁড়, সেটা আমরা দেখতে চাই: প্রধানমন্ত্রী

ঘোষণা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি যদি মানুষের জন্য হয়, সেই মানুষ মেরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *