
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ’চট্টগ্রামের ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নগরীর খুলশী থানায় দুটি মামলা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় বৃহস্পতিবার(২০ জুলাই) সকালে আরিফুল ইসলাম নামের আওয়ামী লীগের এক কর্মী মামলা দায়ের করেন। এই মামলায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে বিকেলে খুলশী থানার এসআই শাহেদ খানের করা মামলাটিতে ৫৩ জনের নাম উল্লেখসহ ২৫০ জন আসামি করা হয়।
এর আগে বুধবার বিকেলে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ করে আওয়ামী লীগের কর্মীরা। এতে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে আওয়ামী লীগ। এ ঘটনার জেরে বিকেলেই নগর বিএনপি অফিসে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। আগুন লাগিয়ে দেয়া হয় বিএনপির ব্যানার-ফেস্টুনে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনের কেয়ারটেকার মোহাম্মদ হোসেন মামলা দায়ের করতে গেলে নগরের কোতোয়ালী থানায় গেলেও পুলিশ তা নথিভুক্ত করেনি বলে অভিযোগ বিএনপি নেতাদের।