শিরোনাম
Home / আদালত / চট্টগ্রামে বাসচাপায় ট্রাফিক সদস্যের মৃত্যু:  বান্দরবান থেকে চালক গ্রেপ্তার

চট্টগ্রামে বাসচাপায় ট্রাফিক সদস্যের মৃত্যু:  বান্দরবান থেকে চালক গ্রেপ্তার

এম. জিয়াউল হক: চট্টগ্রামের ষোলশহরে বাসের চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. সোহেল রানা (২৭) নামের ওই বাসচালককে শুক্রবার(১৪ জুলাই) রাতে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়।

সোহেলের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে। তার বাবার নাম রফিকুল ইসলাম।

তিনি বান্দরবানের লামাতে আত্মগোপনে ছিলেন বলে জানান নগরীর পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার। তিনি বলেন, “বান্দরবানের লামায় আত্মগোপনে থাকা সোহেলকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।”

গত মঙ্গলবার রাত ৮টার দিকে ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বাসচাপায় নগর পুলিশের ট্রাফিক কনস্টেবল নুরুল করিম নিহত হন। তিনি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

সেদিন রাতে মুরাদপুরের দিক থেকে আসা ১০ নম্বর রুটের ‘রাব্বি রাফি পরিবহন’ নামে একটি বাস নুরুল করিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়ির চাপায় নুরুল করিমের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত থেঁতলে যায় বলে পুলিশ জানিয়েছিল।

গুরুতর আহত অবস্থায় নুরুল করিমকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই বাসটি আটক করা হয়।

পাঁচলাইশ থানায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় দ্রুতগতিতে ও বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ একটি মামলা হয় বলে জানিয়েছিলেন ওসি নিজাম উদ্দিন মজুমদার।

Check Also

চট্টগ্রামের চন্দনাইশে সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে …