শিরোনাম
Home / রাজনীতি / নির্বাচনী ব্যবস্থা না থাকায় ইইউ এই তৎপরতা দেখাচ্ছে: আমির খসরু 

নির্বাচনী ব্যবস্থা না থাকায় ইইউ এই তৎপরতা দেখাচ্ছে: আমির খসরু 

ঘোষণা ডেস্ক : নির্বাচনী ব্যবস্থা না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই তৎপরতা দেখাচ্ছে, যা এশিয়ার আর কোনো দেশে এমন দেখা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ জুলাই) সকালে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই কারণে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা চায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রশ্ন তখন আসবে যখন নির্বাচন হবে। কিন্তু দেশে নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই এ মুহূর্তে আসছে না। হামলা, মামলা, আইন প্রয়োগ, সরকারি কর্মকর্তাদের বদলি সবকিছুই নির্বাচন না করার জন্য।

দেশে প্রতিনিয়তই ভোট চুরির ঘটনা ঘটছে, তারই অংশ হিসেবে জেলা প্রশাসকদের বদলি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির এই সদস্য

এর আগে সকাল নয়টায় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

Check Also

গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার

ঘোষণা ডেস্ক : পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *