শিরোনাম
Home / রাজনীতি / নির্বাচনে বাধাদানকারীদের তালিকা মার্কিন সরকারকে দেবে আ.লীগ- সালমান এফ রহমান

নির্বাচনে বাধাদানকারীদের তালিকা মার্কিন সরকারকে দেবে আ.লীগ- সালমান এফ রহমান

ঘোষণা ডেস্ক : নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যারা নির্বাচন হতে দেবে না, আওয়ামী লীগ তাদের লিস্ট (তালিকা) মার্কিন সরকারের কাছে দেবে। নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে।

দলীয় কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন, সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। উন্নয়নের বুকলেট তৈরি করে জনগণের কাছে যেতে হবে নেতাকর্মীদের।

রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজবের আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাকে আমেরিকা ভিসা দেয়নি বা দুবাই থেকে ফেরত দিয়েছে- এটা মিথ্যা কথা। আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।

Check Also

একদল একাত্তর বিক্রি করছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু

ঘোষণা ডেস্ক : একদল একাত্তরের মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে …