শিরোনাম
Home / অপরাধ / রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় আটক ৬

রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় আটক ৬

ঘোষণা ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তারা সবাই রোহিঙ্গা দুষ্কৃতিকারী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশরের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪), উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদের ছেলে এনাম উল্লাহ (২৩), শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫) এবং উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকেরের ছেলে আরিফ উল্লাহ (৩০)।

শুক্রবার (৭ জুলাই) দিনগত রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ ওই ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান। আরও তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা না দেওয়ায় মামলা রেকর্ড করা হয়নি।

শুক্রবার (৭ জুলাই) ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। ওই সময় পাঁচ রোহিঙ্গা নিহত হয়। রাতে পাহাড়ের ঢালু থেকে আরো ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Check Also

চট্টগ্রামে অনুদানের নামে ফোন নম্বর সংগ্রহ করে কুপ্রস্তাব, হুজুরকে পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *