শিরোনাম
Home / অপরাধ / বাঁশখালীতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

বাঁশখালীতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের কঠোর নজরদারির পরেও থেমে নেই বাল্যবিবাহ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। রোববার(২ জুলাই) বিকেলে উপজেলার পুইঁছড়ি ইউনিয়নের পশ্চিম পুইঁছড়ি ২নং ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ’র সাথে সংশ্লিষ্ট কাজী মো. আনোয়ারুল কবিরকে ২০ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়ষ্ক বর ও কনের বাবা-মাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান চৌধুরী বলেন, রোববার দুপুরে উপজেলার পুইছড়ি ইউনিয়নে অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়ের বিয়ের খবর পাই। এরপর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এ সময় ছেলে ও মেয়ের বাবাকে প্রাপ্ত বয়স্ক হওয়া সাপেক্ষে বিয়ে প্রদান করা হবে বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১১ ধারা অনুযায়ী বাল্যবিবাহ’র সাথে সংশ্লিষ্ট কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকেও মুচলেকা নেয়া হয়।

Check Also

হাটহাজারীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বাঁশখালী বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর গণ্ডামারা থেকে হাটহাজারীর চিকনদণ্ডী। দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এ দূরত্ব পাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *