শিরোনাম
Home / রাজনীতি / জুলাইয়ে আন্দোলনে যাবেন সরকারবিরোধী আইনজীবীরা

জুলাইয়ে আন্দোলনে যাবেন সরকারবিরোধী আইনজীবীরা

ঘোষণা ডেস্ক : সরকারবিরোধী নানা ইস্যুতে বিএনপিপন্থি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা দীর্ঘদিন ধরে আন্দোলন তথা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করে আসছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সুপ্রিম কোর্টের এডহক কমিটি প্রায় প্রতিদিনই মিছিল-মিটিং ও নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সরকার ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) ইস্যুতে গঠন করা হয়েছে বিরোধী জোট।

বিএনপি ও জামায়াতপন্থি এবং অন্য আইনজীবীদের নিয়ে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ নামের এ ঐক্য তথা মোর্চা গঠন করা হয়েছে। গত দুই বছর ধরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার এসোসিয়েশন) ইস্যুতে বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

চলতি বছর বার নির্বাচনের পর সুপ্রিম কোর্ট বারে নতুন নির্বাচনের দাবিতে এডহক কমিটি প্রায় প্রতিদিনই মিছিল-মিটিং ও নানা কর্মসূচি পালন করে আসছে। এরই মধ্যে আরও ৮টি দলের সুপ্রিম কোর্ট ইউনিটের আইনজীবীরা যুক্ত হয়েছেন। গঠন করা হয়েছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নামে একটি মোর্চা।

এখন ঈদের পর জুলাই মাসের মাজামাঝি চার ইস্যুতে বিএনপিপন্থিসহ সরকারবিরোধী জোটের আইনজীবীরা কঠোর আন্দোলনে নামতে একমত হয়েছেন। আন্দোলন বেগবান করতে কয়েক দফা মিটিংও করেছেন তারা।

গত ১৮ জুন সুপ্রিম কোর্টের এডহক কমিটি মিটিং করেছে। মিটিংয়ে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ও দখলবাজদের হটানোর নানা কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন, সরকারবিরোধী বিভিন্ন দলের পাশাপাশি আইনজীবী ফোরামও ঈদের পরে মধ্য জুলাই থেকে তীব্র আন্দোলনে যাবে। তখন লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলন বেগবান করতে গত ১২ জুন সরকারবিরোধী ৯ দলের আইনজীবীদের নিয়ে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট গঠন করা হয়। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক এবং গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চোধুরীকে সদস্য সচিব করা হয়।

ওইদিন নবগঠিত ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তথা দেশের সমস্যা মোকাবিলায় আইনজীবীদের একটি গৌরবোজ্জল ভূমিকা রয়েছে। আশি ও নব্বইয়ের দশকের শুরুতে মানুষের গণতন্ত্র, ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ভ্যানগার্ড ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আইনজীবীদের মর্যাদা, স্বাধীন বার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের লুণ্ঠিত ভোটাধিকার, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করতে আমাদের এ ফ্রন্ট কাজ করবে। বিনা বিচারে শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস ও ভিন্নমতের জন্য শীর্ষ রাজনৈতিক নেতৃত্বসহ গণতন্ত্রকামী বহু রাজনৈতিক নেতাকর্মীদের বছরের পর বছর কারাগারে আটক রাখা হয়েছে। যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

জয়নুল আবেদীন বলেন, আমরা অসাংবিধানিক শাসন এবং সংবিধানবিরোধী এ ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার কথা বলেছি।

ঈদ পরবর্তী আন্দোলনের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট শাখার সাধারণ সম্পাদক ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক অ্যডভোকেট গাজী কামরুল ইসলাম সজল জাগো নিউজকে বলেন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও সুপ্রিম কোর্ট বার দখলমুক্ত করতে আমরা কঠোর কর্মসূচি দেব। প্রতিটি কর্মসূচিতে ঢাকার বাইরের আইনজীবীরাও থাকবেন।

তিনি বলেন, আইনজীবীরা দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে কার্যকরী ভূমিকা পালন করেছে। মামলা দিয়ে পুলিশ লেলিয়ে আমাদের দমাতে পরবে না সরকার। এরই মধ্যে ফোরামের সব নেতাকর্মীকে আন্দোলনে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার থেকে দখলবাজদের সরাতে যত কঠোর কর্মসূচি দেওয়া দরকার, আমরা তা-ই দেবো। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে আইনিভাবে বাধ্য করবো।

সূত্র জানায়, ফোরামের সদস্যদের অ্যাকটিভ ও আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের সব কর্মসূচিতে অংশ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এ-ও বলে দেওয়া হয়েছে, যারা কর্মসূচিতে অংশ নেবে তাদেরই আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে। যারা নিষ্ক্রিয় থাকবেন তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২১ সালের ২৭ জানুয়ারি আইনজীবী আবদুল জব্বার (এ জে) ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বারের কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে সভাপতি ও মো. ওমর ফারুক ফারাবীকে সাধারণ সম্পাদক করে ৩৫১ সদস্যবিশিষ্ট ঢাকা বারের কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্ট শাখা ইউনিট আন্দোলন সংগ্রামে আলোচনায় থাকলেও ঢাকা বার কমিটিকে তেমন কোনো বড় কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

Check Also

আছিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ঘোষণা ডেস্ক :মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া মারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *