আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, কিছু দেশে কুরআনের অপবিত্রতাকে অপরাধ হিসেবে দেখা হয় না তবে রাশিয়ায় এটি শাস্তিযোগ্য। তিনি বলেন, আমাদের দেশে, এটি সংবিধান এবং দণ্ডবিধি উভয় ক্ষেত্রেই একটি অপরাধ। খবর -আনাদুলু এজেন্সি
বুধবার (২৮ জুন) রাশিয়ান ফেডারেশনের দাগেস্তান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ডারবেন্টের ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করেন পুতিন। ঈদুল আজহা উপলক্ষে তিনি মসজিদে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।
মসজিদ পরিদর্শনের সময় রুশ প্রেসিডেন্টকে পবিত্র কোরআন উপহার হিসেবে দেওয়া হয়।
কোরআন উপহার দেওয়ায় মুসলিম প্রতিনিধিদের ধন্যবাদ জানান পুতিন। তিনি বলেন, কুরআন মুসলমানদের জন্য পবিত্র এবং অন্যদের জন্যও পবিত্র হওয়া উচিত। আমরা সর্বদা এই নিয়মগুলো মেনে চলব।
এদিকে সুইডেনে মসজিদের বাইরে ঈদের দিন পবিত্র কোরআন পুড়িয়েছে দুই ব্যক্তি। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা জানানো হয়েছে। বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে।
কোরআন পোড়ানোর ঘটনায় সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা প্রকাশ করেছে। এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।