শিরোনাম
Home / সারাদেশ / দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : দুদক চেয়ারম্যান

ঘোষণা ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চিহ্নিত দুর্নীতিবাজরা যেন না আসে এমন প্রত্যাশা সাধারণ জনগণের ও দুদকের। নির্বাচনে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকরা অংশ নিলে এবং তাদের রিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৫ জুন) দুদকের প্রধান কার্যালয়ে দুদক বিটের সংগঠন রিপোর্টার্স এগেইনেস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক ছাড়াও র‌্যাক সভাপতি আহমদ ফয়েজ, সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ সংগঠনেরর নেতারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানে র‌্যাকের নিজস্ব ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারসহ স্বাভাবিক কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি করা না হয় সে বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক জেমসন মাহবুব। এসব বিষয়ে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

দুদক চেয়ারম্যান বলেন, কে নির্বাচন করবে আর কে করবে না-সেটা তার ব্যক্তিগত ও দলের ব্যাপার। তবে নমিনেশন পাওয়াদের বিষয়ে বলতে চাই যে, দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকরা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শুধু নির্বাচন এলেই বাড়তি কিছু করব, অন্য সময় করব না-এমনটি ঠিক না। দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযোগ এলে স্বাভাবিক নিয়মে কাজ হবে। সাধারণ জনগণের মতো আমাদেরও প্রত্যাশা চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে।

নির্বাচনে দুর্নীতিবাজদের নমিশন না দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দুদকের কোনো আহ্বান আছে কি না-এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমরা প্রত্যাশা করি না দুর্নীতিবাজরা নির্বাচনে আসবে। তেমনি রাজনৈতিক দলগুলোও তাদের মনোনয়ন দেবে না।

দুদকের আরেক কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, গণমাধ্যমের নিউজের কারণে দুর্নীতিবাজরা আতঙ্কের মধ্যে থাকে। তাদের তথ্য সাংবাদিকদের কাছে যাওয়ার কারণে রিপোর্ট হয়। এর ফলে আমাদেরও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হয়।

মতবিনিময় সভায় সংস্থার মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান, উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ও সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শফিউল্লাহ আদনানসহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার

ঘোষণা ডেস্ক : পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *