শিরোনাম
Home / চট্টগ্রাম / ইজারা ছাড়া গরুর বাজার বসালে আইনি ব্যবস্থা : সিএমপি কমিশনার

ইজারা ছাড়া গরুর বাজার বসালে আইনি ব্যবস্থা : সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, ইজারা ছাড়া গরুর বাজার বসালে আইনি ব্যবস্থা  নেয়া হবে। নগরীর  রাস্তার আশপাশে গড়ে উঠা কয়েকটা গরুর বাজার ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে নগরীর চাঁন্দগাঁও থানাধীন নূর নগর হাউজিং ও কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক গরুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাজারে জালটাকা শনাক্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে। নগরীর সব গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দ্বারা সার্বক্ষিক তদারকি করা হচ্ছে। এছাড়া তিনি বাজারের বেশ কিছু বিক্রেতার সাথে কথা বলেন। এসময় তিনি কোন প্রকার চাঁদাবাজির শিকার হলে দায়িত্বরত পুলিশকে জানানোর অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন প্রমুখ।

Check Also

হাটহাজারীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *