শিরোনাম
Home / জাতীয় / এখন থেকে বালু উত্তোলনের অবৈধ যন্ত্র বাজেয়াপ্ত করতে পারবেন ম্যাজিস্ট্রেট

এখন থেকে বালু উত্তোলনের অবৈধ যন্ত্র বাজেয়াপ্ত করতে পারবেন ম্যাজিস্ট্রেট

ঘোষণা ডেস্ক : বালু উত্তোলনের অবৈধ যন্ত্র আগে সরকার বাজেয়াপ্ত করতে পারতেন না, এখন ম্যাজিস্ট্রেটরা সেটি করতে পারবেন। সোমবার (১৯ জুন) বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বালু উত্তোলনের অবৈধ যন্ত্র আগে সরকার বাজেয়াপ্ত করতে পারতো না, এখন ম্যাজিস্ট্রেটরা সেটি করতে পারবে। বালু উত্তোলনের ফলে কোনও ক্ষতি হলে ইজারাদার কর্তৃপক্ষকে রাস্তা আবার মেরামত করে দিতে হবে- বিষয়টি অন্তর্ভুক্ত করে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

Check Also

চুয়াডাঙ্গার সহকারী জজের বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মসমর্পণ করে জামিন

ঘোষণা ডেস্ক :বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে …