শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট: যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট: যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর নামে ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্টে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেপ্তার মোহাম্মদ তানভীরুল ইসলাম ওরফে তানিম (২০) আমিন জুট মিলস এলাকার আবুল কালামের ছেলে। রবিবার (১৮ জুন) নগরীর বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ভুক্তভোগী নারী বিষয়টি নিয়ে প্রথমে বায়েজিদ বোস্তামী থানায় জিডি করেন। এরপর বিষয়টি নিয়ে তিনি কাউন্টার টেরোরিজম ইউনিটে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। যেখানে ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে জানায়, তানভীর ভুক্তভোগী নারীর নিকটাত্মীয়। তাদের মধ্যে আগে থেকে পারিবারিক কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এর জের ধরে তানভীর ভুক্তভোগী নারী নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে। এরপর ভুক্তভোগীর মোবাইল নম্বর উল্লেখ করে বিভিন্ন গ্রুপে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় পোস্ট দেয়। যার কারণে ভুক্তভোগী ও তার পরিবার সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয় বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের এ কর্মকর্তা।

Check Also

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা  গ্রেপ্তার

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার …