শিরোনাম
Home / চট্টগ্রাম / ১০ আগস্টের মধ্যে সব রিকশা চালককে ডিজিটাল লাইসেন্স নিতে হবে : চসিক মেয়র

১০ আগস্টের মধ্যে সব রিকশা চালককে ডিজিটাল লাইসেন্স নিতে হবে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক : নগরে চলাচল করা সব রিকশাকে আগামী ১০ আগস্টের মধ্যে কিউআর কোড সমৃদ্ধ ডিজিটাল লাইসেন্স গ্রহণ করতে হবে বলে জানালেন চসিক মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (১৮ জুন) নগরের আন্দরকিলায় চসিকের পুরাতন কার্যালয়ে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে নগরের সব অযান্ত্রিক যানবাহনকে কিউআরকোড সমৃদ্ধ ডিজিটাল লাইসেন্স নিতে হবে। আগে ম্যানুয়াল লাইসেন্সের কারণে জালিয়াতির যে সুযোগ ছিল ডিজিটাল লাইসেন্সের ফলে তা থাকবেনা। ১০ আগস্টের পর যেসব রিকশার লাইসেন্স থাকবেনা সেসব রিকশা পথে নামতে পারবেনা। কেউ জাল লাইসেন্স করলেই কিউআর কোডের কারণে ধরা পড়ে যাবে।

সভায় উপস্থিত ছিলেন চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের উপদেষ্টা টিটু মহজাজন, (ভারপ্রাপ্ত) সভাপতি মো. খুরশিদ কোং, সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. তসলিম কোং, কোষাধক্ষ্য মো. আলী, মো. সেকান্দর কোং, মো. ইব্রাহীম, মো. হাসানসহ রিকশা মালিক পরিষদের নেতারা।

Check Also

চট্টগ্রামে বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বাসের ভেতর আটকে রে এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *