শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে শ্যামলী পরিবহনের বাসে মিললো দেড় কোটি টাকার হেরোইন

চট্টগ্রামে শ্যামলী পরিবহনের বাসে মিললো দেড় কোটি টাকার হেরোইন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসে দেড় কেজি হেরোইন পাওয়া গেছে। বুধবার (১৪ জুন) রাত ৯টার দিকে আকবর শাহ থানাধীন একে খান গেইট এলাকা থেকে এই ভয়ংকর মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ট্রাস্কফোর্সের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি জানান, শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৯ নম্বরের বাসটি গাজীপুর হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। চট্টগ্রাম মহানগরীতে প্রবেশের মুখে বাসটি থামিয়ে করা হয় তল্লাশি। বাসটির প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশির পর একটি ব্যাগ থেকে আট প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত ব্যাগের মালিককে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, অভিযানের সময় বাসটির ড্রাইভার এবং হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Check Also

চট্টগ্রামকে ক্লিন সিটি গড়ার বাধা দূর করতে অভিযান শুরু

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীকে ক্লিন সিটি হিসেবে গড়তে বড় বাধা হিসাবে চিহ্নিত করা হয় ময়লা-আবর্জনাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *