শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগদানকে কেন্দ্র করে যুবদল- ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগদানকে কেন্দ্র করে যুবদল- ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের সমাবেশে যোগদানকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রধান গেটের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপির বহরে থাকা কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটু সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে বাধা দিয়েছিল। এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালায়।

প্রসঙ্গত, নগর বিএনপির উদ্যোগে চট্টগ্রামের কাজীর দেউড়িতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশকে ঘিরে যানজটে প্রায় অচল হয়ে পড়েছে নগরী।

Check Also

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *