শিরোনাম
Home / জাতীয় / মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসায় চীন

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসায় চীন

ঘোষণা ডেস্ক : র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তার প্রশংসা করেছে চীন। শেখ হাসিনার এ প্রতিক্রিয়া বিশ্ব সম্প্রদায়ের একটি বড় অংশ; বিশেষ করে উন্নয়নশীল বিশ্ব ও বাংলাদেশের মানুষের মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মনে করে দেশটি।

স্থানীয় সময় বুধবার (১৪ জুন) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। গ্লোবাল টাইমসের একজন প্রতিবেদক এ র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করেন।

জবাবে চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘বেইজিং এ বিষয়ে শেখ হাসিনার মন্তব্যের প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের শক্তিশালী অবস্থানই নয় বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের; বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে একটি নির্দিষ্ট দেশ, নিজ দেশের জাতিগত বৈষম্য, বন্দুক সহিংসতা ও মাদকের বিস্তারের মতো ভয়াবহ সমস্যার প্রতি দৃষ্টিপাত না করে দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে।’

ওয়াং ওয়েনবিন আরও বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে দেশটির জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

‘আমরা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ নিয়ে একটি সম্প্রদায় গড়তে সব ধরনের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মাবলীকে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত’ বলেও উল্লেখ করেন চীনের পররাষ্ট্র দপ্তরের এ মুখপাত্র।

Check Also

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হলেন আবু সায়েম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেব নিয়োগ পেয়েছেন গাইবান্ধার (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *