শিরোনাম
Home / আদালত / ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের সহযোগিতা করার আহ্বান রাষ্ট্রপতির

ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের সহযোগিতা করার আহ্বান রাষ্ট্রপতির

ঘোষণা ডেস্ক : দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায় সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন নেতৃত্বে ১২ সদস্যের এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

রাষ্ট্রপতি বার কাউন্সিলের প্রতিটি সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যোগ্য ও মেধাবীরাই যাতে বার কাউন্সিলের সদস্য হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তাঁরা বার কাউন্সিলের উন্নয়নে প্রধানমন্ত্রী ও সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। প্রতিনিধিদল করোনাকালে আইনজীবীদের জন্য গৃহীত সহায়তার কথাও কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।

Check Also

আন্দোলন এখন গলার কাঁটা, গণক্ষমা পেতে চান এনবিআর কর্মকর্তারা  

ঘোষণা ডেস্ক : দেড় মাসের আন্দোলনের পর এখন তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজস্ব …