
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ বা প্রেসক্রিপশনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বলেছেন, জাতীয় নির্বাচনকে টার্গেট করে আমেরিকার ভিসানীতিতে বিএনপি-জামায়াত হঠাৎ যেন মৃত অবস্থায় অক্সিজেন পেয়েছে। আমরা জানি এ মৃত সত্তাটি পাকিস্তানি প্রেতাত্মা।
রোববার (১১ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের দারুল ফজল মার্কেট কার্যালয়ে শেখ হাসিনার ১৬তম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে সংবিধান অনুযায়ী ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কীভাবে হবে, কোন পদ্ধতিতে হবে সে ব্যাপারে বিদেশি প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। যারা প্রেসক্রিপশন দিচ্ছেন তারা ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের প্রতিপক্ষ অপশক্তি ছিল। এ অপশক্তিকে নিয়ে বিএনপি-জায়ামাত মাঠে নেমেছে।
তিনি বলেন, আমরাও মাঠে আছি। আমাদের একমাত্র শক্তি জনগণ, আদর্শগত চেতনা ও প্রেরণা মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন দর্শন। আমাদের হারাবার কিছু নেই। জয় করবার মতো সর্বশক্তি আমাদের আছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নির্বাহী সদস্য ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, ইকবাল হাসান, জামাল উদ্দীন, ফারুক আহমেদ, আনিসুর রহমান ইমন, কাজী হুমায়ুন আলম মুন্না।
দোয়া ও মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব ফজল কবির। এর আগে খতমে কোরআন দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।