শিরোনাম
Home / জাতীয় / ১৪ কোটি ১১ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করলো সিসিক

১৪ কোটি ১১ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করলো সিসিক

১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯২৯ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের চেক প্রদান করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (১১ জুন) বিকেলে নগর ভবনে মেয়র আরিফুল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের এ চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।

Check Also

বিচারবহির্ভূূত ঘটনা এড়াতে সাবেক মন্ত্রী এমপিদের আশ্রয় : সেনাপ্রধান

ঘোষণা ডেস্ক :সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যাতে বিচারবহির্ভূূত কোনো ঘটনা না ঘটে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *