শিরোনাম
Home / অপরাধ / এস আলম গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা: আটক ১

এস আলম গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা: আটক ১

বিশেষ প্রতিনিধি : শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের সঙ্গে প্রতারণার অভিযোগে কাজী নুরুল হাসান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১১ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন।

গ্রেফতার নুরুল হাসানের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি চট্টগ্রাম মহানগরীর মোমিন রোড এলাকায় বসবাস করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার নুরুল হাসানের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। তাকে সোমবার(১২ জুন) দুপুরে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই মো. নওশের কোরেশী বলেন, গত ৯ জুন কাজী নুরুল হাসান নিজেকে রাষ্ট্রের একজন পদস্থ সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান। বার্তায় চেয়ারম্যানকে কলব্যাক করতে বলেন তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, রাষ্ট্রের পদস্থ ব্যক্তির পরিচয় দিয়ে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীর চেয়ারম্যানের কাছে বার্তা পাঠানো বড় ধরনের প্রতারণা ছাড়া আর কিছু নয়। এ ঘটনায় এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

Check Also

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে …