শিরোনাম
Home / রাজনীতি / আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই: তথ্যমন্ত্রী

ঘোষণা ডেস্ক : শেখ হাসিনা টানা চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন; আওয়ামী লীগকে হারানোর শক্তি কারও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

রোববার(১১ জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সভায় উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ করেছে। সমাবেশ করে ঘোষণা দিয়েছে আগামী নির্বাচন প্রতিহত করবে।

“জামায়াতকে দিয়ে এই ঘোষণা আসলে বিএনপি দিয়েছে। এটির মানে কী? আবার অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য তারা শুরু করবে। সেটিরই ইঙ্গিত তাদের সভা থেকে দেওয়া হয়েছে।”

যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। আর সেজন্যই দলটির নেতারা এমন ঘোষণা দিচ্ছে।

“উত্তরবঙ্গের অনেক জায়গায় জামায়াতে ইসলামীর ছোট ছোট ঘাঁটি রয়েছে। উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বিএনপিও ঘাপটি মেরে বসে আছে। তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, আজকে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ছয় মাস পরে নির্বাচন; নির্বাচনে জয়লাভ করার অন্যতম প্রধান নিয়ামক শক্তি হচ্ছে সাংগঠনিক শক্তি।

সংগঠন যেখানে শক্তিশালী আওয়ামী লীগকে সেখানে পরাজিত করার ক্ষমতা কারো নাই; কেউ ক্ষমতা রাখেও না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম।

Check Also

এইচএসসি পরীক্ষার জন্য ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

ঘোষণা ডেস্ক :চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে …