শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটকদের জন্য দুটি বিশেষ বাস

চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটকদের জন্য দুটি বিশেষ বাস

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হচ্ছে দুটি বিশেষ বাস। বাসটি পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্ক ঘিরে চলবে। আগামী ১০ জুন বাস চলাচল সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। প্রাথমিক পর্যায়ে দুটি দ্বিতল বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছাদ খোলা বাস রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, ‘দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা। এখানে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম নান্দনিক ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতটির জনপ্রিয়তা পর্যটকদের কাছে দিন দিন বাড়ছে। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকাল এবং সূর্যাস্তের সময় অগণিত পর্যটকের ঢল নামে।’

জেলা প্রশাসক আরও বলেন, এ ছাড়া শহরের ফৌজদারহাটে অবস্থিত জেলা প্রশাসন কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ‘ডিসি পার্ক’ দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটনপ্রেমী মানুষের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্কে যাতায়াত নির্বিঘ্ন ও সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সহযোগিতায় এ সার্ভিস চালু করা হবে।’

বাস যেই সড়কে চলাচল করবে 

পর্যটন বাস দুটি চট্টগ্রাম শহরের টাইগারপাস থেকে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে।

কখন চলাচল করবে

সার্ভিসটি প্রতি শুক্রবার ৩টি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, বেলা ৩টা ও বিকাল ৪টায় টাইগারপাস থেকে যাত্রা শুরু করবে।

এছাড়া প্রতি শনিবার ৪টি ট্রিপ যথাক্রমে সকাল সাড়ে ৯টা, সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা ও বিকাল ৪টা এবং রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুটি ট্রিপ যথাক্রমে বেলা ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা, প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে একই রুটে ফিরে আসবে।

ভাড়ার পরিমাণ

পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা করে। একইভাবে পতেঙ্গা থেকে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক থেকে টাইগারপাস ৪০ টাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাস ৭০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে বলেও সভায় জানানো হয়।

Check Also

হাটহাজারীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বাঁশখালী বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর গণ্ডামারা থেকে হাটহাজারীর চিকনদণ্ডী। দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এ দূরত্ব পাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *