শিরোনাম
Home / রাজনীতি / ডেইলি স্টারের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তাপসের আইনি নোটিশ

ডেইলি স্টারের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তাপসের আইনি নোটিশ

ঘোষণা ডেস্ক : মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে ডেইলি স্টারের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয় বলে তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, গত ৫ জুন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা রিপোর্ট অপসারণ এবং ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

আইনজীবী মেজবাহুর রহমান বলেন, ‘ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন ভার্সনে রিপোর্ট বা কলাম লেখেন। কলামের লেখাটা ছিল ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’, আরেকটি টাইটেল ছিল, যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃতি করে লিখেছেন, ‘ধোকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে।’ শুধু তাই নয়, মেয়র শেখ ফজলে নূর তাপসের নামকে বিকৃতি করে লেখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমনকি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সম্পর্কে একটা জঘন্য মন্তব্য করেছেন ‘উত্তরের মেয়র কুৎসিত জিনিস পছন্দ করেন, তারা নরকে পচে মরবে গাছ এবং বাতাসের অভাবে।’ এ ধরনের বক্তব্যগুলো আমাদের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে। এ রিপোর্ট দেখে মেয়র মহোদয় আমাকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা নোটিশ পাঠিয়েছি।’

‘নোটিশে আমরা দুটি জিনিস চেয়েছি। একটি হলো অনলাইন ভার্সনে থাকা লেখা অপসারণ এবং একটি বিবৃতি দিতে হবে। পাশাপাশি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য ৭ দিন সময় দেয়া হয়েছে।’ এ সময়ের মধ্যে ডেইলি স্টারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়া হলে পরবর্তী কী সিদ্ধান্ত, সেটা মেয়রের নির্দেশে নেয়া হবে বলে জানান এ আইনজীবী।

Check Also

লটারির মাধ্যমে নির্বাচনকালীন এসপি, ওসিদের বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল জেলার পুলিশ …