শিরোনাম
Home / অপরাধ / আনোয়ারায় বিমাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

আনোয়ারায় বিমাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় বিমাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. আরিফ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ৫ জুন নগরীর কোতোয়ালি থানার আশকার দীঘি পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ আরও জানিয়েছে, ভুক্তভোগী আনোয়ারা এলাকায় একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। তিনি গত ২৪ মে রাত পৌনে ১১টার দিকে আনোয়ারার বারশত এলাকা থেকে একটি সিএনজিতে ওঠেন। সিএনজিচালক মো. নাঈম কিছুক্ষণ পর আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে নেয়। পরে সিএনজিচালক এবং তার তিন সহযোগী একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই সিএনজি করে ভুক্তভোগীকে নির্জন এলাকায় ফেলে যায়।

এ ঘটনায় গত ২৭ মে ভুক্তভোগী বাদী হয়ে ৪ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করে। মামলার পর আসামিরা পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আশকার দীঘির পাড় হতে আসামি আরিফকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

Check Also

আ.লীগের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের ছাত্র-জনতার প্রতিবাদ ও আন্দোলনের পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ১৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *