শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ গ্রেফতার ২

চট্টগ্রামে পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ গ্রেফতার ২

ঘোষণা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে প্রায় পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৪ জুন) কর্ণফুলী থানা এলাকার মধ্যম শিকলবাহা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কর্ণফুলী থানার চরপাথরঘাটা গ্রামের মৃত ইয়াছিন আহাম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া থানার চরকানাই গ্রামের আবদুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।

সোমবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭। বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাই অকটেন ও ডিজেল মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম শিকলবাহায় অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে চার হাজার ৯৫৫ লিটার চোরাই অকটেন জব্দ করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কর্ণফুলী নদীর বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি হতে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরে অপেক্ষাকৃত কম দামে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন। জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা বলে জানায় র‌্যাব।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *