শিরোনাম
Home / রাজনীতি / নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ঘোষণা ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংবিধান অনুযায়ী ওয়েস্ট মিনিস্টার স্টাইলে পার্লামেন্টারি সিস্টেম অব গভর্নমেন্টে আমাদের রাষ্ট্র পরিচালনা হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন একটি ছোট সরকার গঠন করতে চান বা নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি তা করবেন। এই ব্যাপারে কোন অষ্পষ্টতা নেই।’

আজ রোববার (৪ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনকালীন সরকার বিষয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন, সে ব্যাপারে একটি রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একজন কর্মকর্তা বাংলাদেশ সফর শেষে ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য জাতিসংঘ দিয়েছে বলে আমি মনে করি না। তারা এই বক্তব্য দেওয়ার আগেই ২০১৯ সালের শেষের দিক থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের যখন মিসইউজ ও অ্যাবিউজ হচ্ছিল, তখনই কিন্তু আমি বলেছি যে, আলাপ-আলোচনার মাধ্যমে এই আইনের মিসইউজ ও অ্যাবিউজ বন্ধ করা প্রয়োজন। ঠিক সেই ধারাবাহিকতায় আমি পরিষ্কারভাবে বলেছি যে, এই মিসইজউ ও অ্যাবিউজ বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে এবং সে বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। টেকনিক্যাল নোট পেয়েছি। এসব মতামত বিবেচনা করে আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে।’

‘সংশোধনী আনা’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা কারও প্রেসক্রিপশনের ওপর নির্ভরশীল না। আমরা যখন মনে করেছি যে, মিসইউজ হয়েছে, আমরা স্বীকার করেছি এবং সেই মিসইউজকে সংশোধন করার জন্য ব্যবস্থা নিচ্ছি।’

Check Also

আছিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ঘোষণা ডেস্ক :মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া মারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *