শিরোনাম
Home / অপরাধ / কাপ্তাই রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

কাপ্তাই রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ ডাকাত আবুল হোসেন (৪৫) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। বুধবার(৩১ মে) দিবাগত রাতে রেলবিট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যজন হলেন মো. সালমান (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। তিনি বলেন, কাপ্তাই রাস্তার মাথা রেলবিটের পাকা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে দুটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আবুল হোসেনের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, মো. আবুল হোসেন দীর্ঘদিন ধরে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এছাড়া তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে যাদের মাধ্যমে ডাকাতি, ছিনতাইসহ, মাদক বেচাকেনা করতেন। পাশাপাশি রাস্তার মাথায় তিনি পুলিশসহ স্থানীয় নেতাদের ম্যানেজ করে জুয়ার বোর্ড পরিচালনা করতেন। এমনকি চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের (১৪৪১) সাইনবোর্ড ব্যবহার করে চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করতেন এবং চাঁদা প্রদানে কোন ত্রুটি হলে চালকদের উপর পাশবিক নির্যাতন চালাতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারাসহ ঘটনাস্থল থেকে পলাতক আসামিরা দেশিয় তৈরি অস্ত্র নিয়ে রাঙামাটিসহ বিভিন্ন স্থানে আসা পর্যটকদের আটকে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল।

চান্দগাঁও থানার মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *