নিজস্ব প্রতিবেদক : খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফায় তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টর, সহকারী প্রক্টরসহ অন্তত ২৩ জন আহত হয়েছে। বুধবার(৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সহকারী প্রক্টর এবং পুলিশ সদস্যসহ উভয় পক্ষের নয় ৯ জন আহত হয়।
বিষয়টি মীমাংসা না হলে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১ জুন) আবারো সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী মোড় এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা বন্ধ করে ইটপাটকেল ছোড়াছুড়ি এবং দেশীয় অস্ত্র হাতে টহল দিতে দেখা যায় নেতাকর্মীদের। এ সময় প্রক্টর নূরুল আজিম সিকদারসহ দুই দফা সংঘর্ষে মোট ২৩ জন আহত হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ।
সংঘর্ষে জড়ানো দু’টি পক্ষ হলো, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ সিক্সটি-নাইন ও সিএফসি। এদের মধ্যে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু এবং সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিনের অনুসারী। সিএফসি গ্রুপের কর্মীরা সহ-সভাপতি সাদাফ খানের এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এরপর দু’টি পক্ষ নিজেদের হলের সামনে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে ১ঘণ্টা পর্যন্ত। প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে গতকাল দুপুরে আবারো সংঘর্ষে লিপ্ত হয় নেতাকর্মীরা।
সিক্সটি নাইনের নেতা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের বিষয়ে জেনেছি। ছাত্রলীগের কয়েকজন ইটপাটকেলের আঘাতে আহত হয়েছে। যেহেতু দু’টি হল পাশাপাশি তাই আমরা প্রক্টর স্যারদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধান করা হবে।
সংঘর্ষের বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সিএফসি গ্রুপের নেতা সাদাফ খান বলেন, খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়। পরে সিক্সটি নাইনের কর্মীরা আমাদের ওপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়। এতে আমাদের অনেকে আহত হয়েছে।