নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো.আমিনুর রহমান বলেছেন, ত্রাণ নিয়ে কোন রকম দুর্নীতি বা স্বজন-প্রীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। সহ্য করা হবে না। আমি ডিসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ত্রাণে স্বচ্ছতা রাখতে সেন্টমার্টিনে এসিল্যান্ড সার্বক্ষণিক তদারকি করছেন।
শুক্রবার (১৯ মে) বিকেলে শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড়ে ‘মোকা’ ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দ্বীপের উত্তর পাড়া আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মাঝে নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।
বিভাগীয় কমিশনার বলেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে। এখানে কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোন পরিবার ত্রাণ সহযোগিতা থেকে বাদ পড়বে না। বিভিন্নভাবে ত্রাণ সহায়তা আসতে থাকবে। সেই সহায়তায় যারা অনিয়ম-দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ‘মোকা’র আঘাতে ক্ষতিগ্রস্ত টেকনাফ-সেন্টমার্টিনে ৮ হাজারের বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ২০৮ পরিবারের মাঝে টিন ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণের কাজ শেষ পর্যায়ে।
এসময় উপস্থিত ছিলেন- জেল প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও মো. কামরুজ্জামান, ওসি আব্দুল হালিম, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজা প্রমুখ।