শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে অবৈধ দখলমুক্ত হলো ৭০০ কোটি টাকার খাস জমি

চট্টগ্রামে অবৈধ দখলমুক্ত হলো ৭০০ কোটি টাকার খাস জমি

চট্টগ্রামের কাট্টলীতে উপকূলীয় এলাকায় বেহাত হয়ে যাওয়া প্রায় ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখল করে রেখেছিল সরকারি এই জমি। যার মূল্য ৭০০ কোটি টাকার মতো।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়। উদ্ধার জমির মধ্যে ১৫টি বড় পুকুরও রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।

তিনি বলেন, একটি চক্র এ জায়গাটি বহু বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে প্রায় ছোট বড় ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ১০টি সরকারি সাইনবোর্ড নির্দেশনাসহ টানানো হয়েছে, যাতে অবৈধ অনুপ্রবেশ না হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সীতাকুণ্ড এলাকায় প্রায় ১৯৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ১৫টি পুকুরসহ ১০০ একর খাস জমি উদ্ধার করলাম। জায়গাটি সরকারের দখলে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ও উপজেলার বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মেরিন ড্রাইভের পাশে উদ্ধার হওয়া জমিসহ প্রায় ৭৫০ একর জমি নিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট, সংরক্ষিত বন, সাইক্লিং ট্র্যাক, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান জেলা প্রশাসক।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *