শিরোনাম
Home / চট্টগ্রাম / দক্ষ শিক্ষক ও প্রশিক্ষণে উজ্জ্বল হবে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ -মেয়র

দক্ষ শিক্ষক ও প্রশিক্ষণে উজ্জ্বল হবে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ -মেয়র

গাজী গোফরান: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে মেধাবী শিক্ষক নিয়োগ আর প্রশিক্ষণে জোর দেয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার(১৫ মে) সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ে চসিক পরিচালিত ৩টি কলেজের পরিচালনা কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, একসময় চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের শিক্ষাখাতে নেতৃত্ব দিলেও পরবর্তীতে উন্নতির সে ধারা ধরে রাখতে পারেনি। এ অবস্থার পরিবর্তন আনতে আমি চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল বৃদ্ধির লক্ষ্যে ৩৭ জন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। যাতে তাদের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতেও কাজ চলছে।

মেয়র বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক যুগোপযোগী পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাস্তবায়নে শিক্ষকগণ হচ্ছেন নিয়ামক শক্তি। কারণ শিক্ষকদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার উপর নির্ভর করে শিক্ষার গুণগত মান। এসময় তিনি পরিচালনা কমিটির সকলকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সুখ্যাতি বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দলাদলির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং এতে শিক্ষার্থীগণ ক্ষতিগ্রস্থ হয়। তাই শিক্ষকরা দলাদলি বা শৃংখলা পরিপন্থী কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে তৎক্ষনাত বদলি সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি কায়সার নিলুফার কলেজের নামে ক্রয়কৃত জায়গায় বাউন্ডারি দেয়াল ও গেইট নির্মাণ এবং ফতেয়াবাদ কলেজের ক্ষতিগ্রস্ত দেয়াল নির্মাণের জন্য প্রস্তাব প্রেরনের নির্দেশনা দেন। সভায় বিগত সভার কার্যবিবরনি পাঠ ও আয় ব্যয়ের হিসাব অনুমোদনও করা হয়।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, কোহিনূর ইব্রাহিম কায়সার-নিলুফার কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, এস এম শহীদুল ইসলাম, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক দেবপ্রিয় চক্রবর্তী, অপরাজিতা বড়ুয়া, সমীরণ কুমার শীল, ফতেয়াবাদ সি/ক কলেজের অধ্যক্ষ মঈনুদ্দিন হাছান তিবরিজি, জিয়া আমানত মোর্শেদ নয়ন, মো.মুছা চৌধুরী প্রমুখ।

Check Also

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *