শিরোনাম
Home / Uncategorized / চট্টগ্রাম-কুমিল্লা-বরিশাল বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম-কুমিল্লা-বরিশাল বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘোষণা ডেস্ক : অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১২ মে) রাতে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা আগামী রোববার দুপুরের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করবে।

রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

Check Also

দুর্ঘটনারোধে অভিযান, চট্টগ্রামে ৩৭ যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *