শিরোনাম
Home / Uncategorized / সরকারি কর্মকর্তাদের ‘অহেতুক’ বিদেশ ভ্রমণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তাদের ‘অহেতুক’ বিদেশ ভ্রমণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোষণা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের ‘অহেতুক’ বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে দেশে ডলারের সংকটের মধ্যে সরকারপ্রধানের এমন নির্দেশ এলো।

বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কয়েকটি বার্তা দিয়েছেন। একটি হচ্ছে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘উই মাস্ট ফিল সেল্ফ রেসপেক্টস’। নিজের আত্মসম্মান নিজের সমুন্নত রাখতে হবে। এটা দেশের প্রতি আহ্বান এবং আমাদের জন্য নির্দেশ।’

জনগণের অর্থ ব্যয়ে কৃচ্ছ্রতা বজায় রাখার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ব্যয় বন্ধ করা হবে না, ব্যয় বন্ধ করলে অর্থনীতি বন্ধ হয়ে যাবে। আমাদের অবশ্যই ব্যয় করতে হবে। কিন্তু যেখানে যতটা দরকার ততটাই করা যাবে।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন অহেতুক স্পেন্ডিং, আয়েশি স্পেন্ডিং, বিলাসী স্পেন্ডিং বিলাসী মনোভাব পরিহার করতে হবে। বৈঠকে আলোচনায় মন্ত্রী-আমলাদের বিদেশ সফরের বিষয়টিও আসে। ‘তখন (প্রধানমন্ত্রী) বলা হয়, অহেতুক ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। ইতোমধ্যে এবং অলরেডি নিরুৎসাহিত করা হচ্ছে। আগামীতে আরও নিরুৎসাহিত করা হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, মহামারির মধ্যে ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে, যার ফলে বাংলাদেশকেও ভুগতে হচ্ছে। এরই মধ্যে রিজার্ভে চাপ পড়েছে, যে কারণে আমদানিতে রাশ টানতে হচ্ছে সরকারকে। এর আগে প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় প্রকল্প না নেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন।

Check Also

শের-ই বাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা

ঘোষণা ডেস্ক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষকদের হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *