Home / অপরাধ / বাঁশখালীতে কৃষক হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

বাঁশখালীতে কৃষক হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সোর্স সন্দেহ ও পূর্ব শক্রতার জের ধরে সোমবার (৮ মে) ভোররাতে  হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ আসামিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার সরল ইউনিয়নের হাজিরখীল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এতে আটককৃতরা হলেন, সরল ইউপির হাজীরখীল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮)।

পুলিশ জানায়, উপজেলার সরল ইউনিয়নে হাজীরখীল এলাকায় পূর্ব শক্রতা এবং জায়গা জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত কৃষক হামিদ উল্লাহর সাথে হত্যাকাণ্ডে জড়িতদের জায়গা বেচা-কেনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।

এতে হামিদ উল্লাহর প্রতিপক্ষরা সোমবার ভোররাতে তাকে পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে তুলে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

এদিকে এ ঘটনার পরদিন নিহত কৃষক হামিদ উল্লাহর স্ত্রী মর্তুজা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামে। এ ঘটনায় জড়িত বাকী আসামিদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে’।

এদিকে সকালে অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও আনোয়ার (২৮) কে গ্রেফতার করা।

Check Also

চট্টগ্রামের মুরাদপুরে মানবপাচারের সংবাদ সংগ্রহের সময় হামলার ঘটনায় গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ফরেস্ট রোডস্থ সামারহিলের একটি বাসায় পাচারের জন্য ১৪-১৫ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *