শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে নিহত ২

চট্টগ্রামে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মারামারিতে ২ যুবক নিহত হয়েছেন।

সোমবার (৮ মে) সন্ধ্যায় মারামারির একপর্যায়ে তাদেরকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।  নিহতরা হলেন, মাসুম (৩০) ও সবুজ (২০)

পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বলেন, চমেক হাসপাতাল থেকে আহত ২জন মারা যাওয়ার কথা বলা হয়েছে।আমরা ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।

Check Also

খুনীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নির্মমভাবে নিহত সোহাগের স্ত্রী

ঘোষণা ডেস্ক : ‘সবাই চেয়ে চেয়ে দেখল, একটা মানুষকে কীভাবে মারতেছে! কেউ একটু সাহায্য করে …