ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরে আহত করার ঘটনায় এএসআই সন্তু শীলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বুধবার(৩ মে) সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রতিবেদনটি সিএমপির বিশেষ শাখার উপকমিশনারের (ডিসি-সিটিএসবি) কাছে পাঠানো হয়েছে। শুক্রবার প্রতিবেদন দাখিলের তথ্য প্রকাশ পায়। এরই মধ্যে অভিযুক্ত এএসআইকে চট্টগ্রাম থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। সিএমপির বিশেষ শাখার উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ ব্যাপারে সন্তুর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান আছে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী হিসেবে সিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন এএসআই সন্তু। গত ২০ এপ্রিল উপমন্ত্রীকে নিয়ে একটি কর্মসূচিতে যাওয়ার পথে তিনি ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরে আহত করেন। এ ঘটনায় ওসি সিএমপি কমিশনারকে অভিযোগ দেওয়ার পাশাপাশি কোতোয়ালি থানায় জিডি করেন। পরে সন্তুও পাল্টা অভিযোগ দেন।
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিনকে উভয় অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন সিএমপি কমিশনার। অভিযোগ ওঠার পর ২৫ এপ্রিল সন্তুকে সিএমপির পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।