চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কর্ণফুলী থানার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড ইসমত হাজীর বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মূলহোতা মো. মোসলেম (৩৮) ও শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড দ্বীপকালার মোড়ল কামালের বাড়ির জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ঘটনার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশিরা। এই ঘটনায় নিহত হোসনে আরার আরেক সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরেরদিন বিকেলে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা করেছেন। এর আগে মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।