শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন: নৌকার প্রার্থী নোমান বিজয়ী

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন: নৌকার প্রার্থী নোমান বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ নৌকা প্রতীকে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার(২৭ এপ্রিল) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। এ নির্বাচনে নোমান আল মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। ৬২ হাজার ১১৮ ভোটের ব্যবধানে নোমান আল মাহমুদ জয়লাভ করেন।

চট্টগ্রাম-৮ আসনে ১৯০টি কেন্দে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫ লাখ ১৭ হাজার ৯৫২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫টি। শতাংশের হিসাবে এ নির্বাচনে ভোট পড়েছে ১৪. ৫৫ শতাংশ। এর আগে বিগত উপ-নির্বাচনে প্রায় ২৩ শতাংশ ভোট পড়েছিল। যেখানে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২য় বারের মতো এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে অপর তিন প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার) ১ হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা (আম) ৬৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী রমজান আলী (একতারা) পেয়েছেন ৪৮০ ভোট।

ভোটার উপস্থিতি ছিল অস্বাভাবিক কম।  চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, র‌্যাব-পুলিশ সবই ছিল। কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই ‘মূল্যবান’ ভোটারের উপস্থিতি ছিল অস্বাভাবিক কম। কোনো কোনো কেন্দ্রে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটারের দেখা মেলেনি। দায়িত্বরত কর্মকর্তারা সময় কাটিয়েছেন গল্প-গুজব করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনের চিত্র ছিল এমনই।

তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। বেশিরভাগ ভোটকেন্দ্রে শুধু নৌকা প্রতীকের এজেন্ট ছিল। অন্য প্রার্থীদের এজেন্ট চোখে পড়েনি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটার না থাকলেও বিকালে কিছু ভোট কাস্ট হয়েছে। ইসলামী ফ্রন্ট প্রার্থী স উ ম আবদুস সামাদের দাবি সর্বোচ্চ ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। মেকানিজমের মাধ্যমে বাড়তি ভোট দেখানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। বিকালে মোমিন রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফল স্থগিত করে পুনর্নির্বাচন দাবি করেন তিনি।

অন্যদিকে দুপুরে বোয়ালখালীর একটি রেস্টুরেন্টে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা পুনর্নির্বাচন দাবি করেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই উপনির্বাচনে জয়ী প্রার্থী সংসদে কথা বলার জন্য মাত্র ৮ মাস সময় পাবেন। বড় দল বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে-এমন ধারণা অনেক ভোটারের। এজন্য ভোটার উপস্থিতি কম ছিল। অন্যদিকে ইসলামী ফ্রন্ট দাবি করেছে, ভোটাররা যাতে কেন্দ্রে না যায় সেটাই চেয়েছিল আওয়ামী লীগ। প্রার্থীর অনুসারীরা নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করেছে। মূলত এসব কারণেই কেন্দ্রে যাওয়ার ব্যাপারে ভোটারদের আগ্রহ কম ছিল।

সকাল ৯টার দিকে সরেজমিন নগরীর সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি নেই। নৌকা প্রতীকের সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে ঘোরাঘুরি করছেন।

সাড়ে ৯টার দিকে চান্দগাঁও এলাকার হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, ভোটারের কোনো লাইন নেই। পুলিশ ও আনসার সদস্যরা অলস বসে আছেন। স্ট্রাইকিং ফোর্স হিসাবে র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে। কিছুক্ষণ পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি সাইরেন বাজিয়ে ভোটকেন্দ্রে আসছেন। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২০৫৮ জন। এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও ওই সময়ে ভোট পড়ে মাত্র ৩০টি।

দুপুর ১টায় শাকপুরা নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে দেখা যায়, একেবারে ফাঁকা। কেন্দ্রটিতে ১৫৫৭ ভোটারের বিপরীতে ৫ ঘণ্টায় ভোট পড়ে মাত্র ২৩৩টি। একই অবস্থা শাকপুরা ইউনিয়নের হাজি আজগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

আতুরারডিপু বনানী আবাসিক এলাকার ব্রাইটমুন একাডেমি স্কুল কেন্দ্রে দুপুর দেড়টার দিকে দেখা যায়, বাইরে ভোটারের চিরাচরিত লাইন নেই। ভেতরে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অনেকটা অলস বসে আছেন। মাঝে মধ্যে দু-একজন ভোটার আসছেন ভোট দিতে। আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদের কিছু কর্মী-সমর্থক জটলা করে আছেন স্কুলের মূল ফটকের সামনে। এই কেন্দ্রের ১ নম্বর বুথে দুপুর দেড়টা পর্যন্ত ৩৮৯ ভোটারের মধ্যে মাত্র ২০ জন ভোট দেন। একই সময়ে দুই নম্বর বুথে ৩৮৯ ভোটারের বিপরীতে ৩৬টি ভোট পড়ে। এই বুথে নৌকা প্রতীকের একজন পোলিং এজেন্ট দেখা গেলেও অন্য কোনো প্রতীকের এজেন্ট ছিল না।

বনানী আবাসিক এলাকার গ্রিন বার্ড স্কুল কেন্দ্রে (মহিলা) দুপুর দেড়টার দিকে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতি নেই। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মফিজুল ইসলাম জানান, দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রের মোট ৯টি বুথে ৭৮টি ভোট পড়ে। তবে দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে।

তাহেরাবাদ আবাসিক এলাকার তাহের মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকালে কিছু ভোটার এলেও দুপুরের দিকে উপস্থিতি ছিল কম। এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ৮৮২ ভোটারের বিপরীতে ২৭৯টি ভোট পড়ে। উপস্থিতির হার ৬ দশমিক ৫১ শতাংশ।

ইসলামী ফ্রন্টের দাবি, বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোমবাতি প্রতীকের সমর্থক মাওলানা তাজুল ইসলামকে মারধর করে বের করে দেন স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা সেলিম। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা কেন্দ্রে ইসলামী ফ্রন্ট কর্মী আইয়ুবকে মারধর করে তার মোবাইল ফোন কেড়ে নেন আওয়ামী লীগ কর্মীরা। বোয়ালখালীর ৯ নম্বর আমুচিয়া ও ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাড়া প্রত্যেকটি কেন্দ্র থেকে ইসলামী ফ্রন্ট তথা মোমবাতির এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ। কোনো কোনো কেন্দ্রে মোমবাতির এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। রিটার্নিং অফিসার বরাবরে এসব অভিযোগ দিলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন মোমবাতি প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট এম সোলায়মান ফরিদ।

মহাজোটের শরিক হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মাঈন উদ্দিন খান বাদল ২০১৮ সালে এ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান। এরপর ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ। ৫ ফেব্রুয়ারি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর আসনটি আবারও শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Check Also

সিএমপির ৯ থানায় নতুন ওসির পদায়ন

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *