শিরোনাম
Home / জাতীয় / জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন : আলেমদেরকে প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন : আলেমদেরকে প্রধানমন্ত্রী

ঘোষণা ডেস্ক: মসজিদে খুতবা দেওয়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, উলেমা এবং খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘দেশের মানুষ আলেম, উলেমা, খতিব এবং ইমামদের শ্রদ্ধা করে। তাই আপনাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

সোমবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে আরো ৫০টি মডেল মাদ্রাসা ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, জঙ্গিবাদ, মিথ্যা গুজবের অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন জনগণ তা গ্রহণ করবে।’

শেখ হাসিনা বিশেষ করে জুমার নামাজের আগে খুতবা পাঠে এসব বিষয় আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Check Also

পাচারের অর্থে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান  পেয়েছে এনবিআর

ঘোষণা ডেস্ক :বাংলাদেশ থেকে অর্থপাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার …