শিরোনাম
Home / সারাদেশ / অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : আইজিপি

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজধানীতে সম্প্রতি বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের সব ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। নাশকতার কোনো ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। বাংলাদেশ দোকান মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইজিপি বলেন, ‘রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্মহীন হয়ে পড়ছেন কিছু শ্রমিক।’ অসহায় শ্রমিকদের সহায়তার জন্য দোকান মালিক সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ঈদের মাত্র ৭ দিন বাকি থাকতেই আগুনে পুড়েছে নিউ সুপার মার্কেট। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে গত ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে সম্বল হারিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা এখন চৌকি পেতে পণ্য বিক্রি করছেন। নানা সংকটের মধ্যেও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। এর ১১ দিন পর আবার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে নিঃস্ব হলেন ব্যবসায়ীরা।

Check Also

এই সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস বন্ধ করেনি- প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা …