শিরোনাম
Home / রাজনীতি / মার্কিন দূতের সঙ্গে বিএনপির বৈঠক, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

মার্কিন দূতের সঙ্গে বিএনপির বৈঠক, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

ঘোষণা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের এই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ এপ্রিল) পিটার হাসের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

সকাল পৌনে এগারোটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।

অবশ্য এ নিয়ে জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ‍দেওয়া ছবিতে সবাইকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, তারা সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

Check Also

চট্টগ্রামে ছাত্র- জনতার আন্দোলনে নিহতের ঘটনায় আরো ২ মামলা, এজাহারে নানা অসঙ্গতি

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে দুই ছাত্র নিহতের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১২৬ জনকে …