ঘোষণা ডেস্ক :ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা আছে কি না সেই তদন্ত শুরু করেছে র্যাব।
শনিবার (১৫ এপ্রিল) রাতে পুলিশের বিশেষ এ ইউনিটের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, তারা ইতোমধ্যে নিউ সুপার মার্কেটে আগুনের পেছনের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে।
“কোনো ধরনের নাশকতা রয়েছে কি না- এ বিষয়ে র্যাবের গোয়েন্দারা কাজ করছে।”
শনিবার সকাল পৌনে ৬ টায় রাজধানীর নিউ মার্কেট এলাকার ৩ তলা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ২য় তলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঈদের আগে দোকান ভর্তি নতুন সব কাপড় পুড়ে যায়।
একের পর এক আগুন নাশকতা কি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রশ্ন রাখার র্যাবের তদন্তের ঘোষণা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
Also read:ভোরে একের পর এক আগুন বিরোধীদের নাশকতা কি না, সন্দেহ শেখ হাসিনার
এদিনের আগুনের ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনও রাজধানীতে ঘটে যাওয়া প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের আগে আগে বেশ কিছু আগুনের ঘটনা মানুষকে নাড়া দিয়েছে। গত ৪ এপ্রিল ভোরে ঢাকার বঙ্গবাজার মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। ১১ এপ্রিল চকবাজারের সিরামিক গুদামে আগুন লাগেল। গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে ২০টির মতো গুদাম। শনিবার ভোরে আগুন লাগল ঢাকার নিউ সুপার মার্কেটে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই র্যাব মহাপরিচালকের নির্দেশে এ ইউনিটের ঢাকার ব্যাটালিয়নগুলোর টহল দল ও সাদা পোশাকের সদস্যদের দল ঘটনাস্থলে পৌঁছে। তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।
এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, উৎসুক জনতাদের নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে।
এতে জানানো হয়, র্যাব সদস্যরা নিউ সুপার মার্কেটের বিভিন্ন দোকান থেকে মালামাল বের করে দোকান মালিকদের ক্ষয়ক্ষতি কমাতে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্য, স্বেচ্ছাসেবী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মচারীদের খাবার পানি সরবরাহ করে।