চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাংবাদিক আয়ুব নিয়াজীকে পিটিয়ে দোতলা থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় আলাউদ্দিন ও ফারুক নামে প্রধান দুই আসামিকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগরীর কমলাপুর সর্দারপাড়া কলোনির একটি মেস থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হবে। গত ৪ এপ্রিল বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে নিজ কম্পিউটার সেন্টারে কাজ করছিলেন সাংবাদিক আয়ুব নিয়াজী। পাহাড় কাটার নিউজ করার জেরে তাকে দোতলা থেকে ফেলে দেয় সন্ত্রাসীরা। চট্টগ্রাম মেডিকেলে তার চিকিৎসা চলছে। এক রোহিঙ্গা নারীকে দিয়ে নির্যাতনের ভুয়া অভিযোগ করে তাকে ফাঁসাতে চেয়েছিল পাহাড়খেকো সিন্ডিকেট।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাংবাদিক আয়ুব নিয়াজীকে অনেকটা মধ্যযুগীয় কায়দায় দোতলা থেকে ফেলা দেয়া হয়।
সাংবাদিক আয়ুব জানান, তাকে অনেকবার হুমকি দিয়েছে তারা। প্রশাসনও তাদের সঙ্গে জড়িত। তিনি অবৈধ ইটভাটা নিয়ে নিউজ করায় তাদের রোষানলে পড়েন।
ঘটনার আগেও তাকে ফাঁসানোর নানা চেষ্টা করে ওই সিন্ডিকেট। সবশেষ দোহাজারীর হালার পাড়ার এক রোহিঙ্গা নারীকে দিয়ে ফাঁসাতে নারী নির্যাতনের মিথ্যা ও সাজানো অভিযোগও দায়ের করে। যদিও ওই নারীর তথ্যের নানা অসংগতি দেখে অভিযোগ নেয়নি চন্দনাইশ থানা পুলিশ। কয়েকজনের প্ররোচনায় অভিযোগ করার বিষয়টি স্বীকারও করেন ওই নারী।
এদিকে আয়ুব নিয়াজীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বুধবার (৫ এপ্রিল) দোহাজারীতে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় ওই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
উল্লেখ্য, চন্দনাইশের এলাহাবাদ ও কাঞ্চননগরসহ আশপাশের এলাকার পাহাড় উজাড় করে গড়ে উঠেছে অর্ধশত অবৈধ ইটভাটা।